নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে আলোড়ন তোলা দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এলহাম একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফেইথ অ্যান্ড নলেজ’ নামের বার্ষিক আয়োজন। আড়ম্বর এই অনুষ্ঠান পরিণত হয়েছিল বাংলাদেশি কমিউনিটির মিলনমেলায়।
১৫ ডিসেম্বর জ্যামাইকার হিলসাইড এভিনিউর আল আকসা হলে এই মিলনমেলা বসে। অনুষ্ঠান উপস্থাপনা করেন এলহাম একাডেমির কোরআন ও ইসলামিক স্টাডিজের ইন্সট্রাক্টর শেখ জুনায়েদ আহমদ। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াতে মুগ্ধ হন উপস্থিত মেহমানরা।
এছাড়া শিক্ষার্থীরা অংশ নিয়েছে ইসলামি সংগীতের আয়োজনে। ছিল উপস্থিত বক্তৃতা, অভিজ্ঞতা বিনিময়সহ আরও অনেক কিছু। তারা ক্লাসওয়াইজ পারফরম্যান্সে অংশ নেয়, যার মধ্য দিয়ে তুলে ধরা হয় মুসলিম জাতির ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি।
এসব বক্তৃতা ছাড়াও আরও নানা পারফর্মেন্সের ভিত্তিতে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নিউইয়র্কের অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিন এলহাম একাডেমির ভূয়সী প্রশংসা করেন। পরে নিউইয়র্কে স্টেটের সাইটেশন তুলে দেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল শাহানা ওয়ালিদের হাতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নর হোকুলের মুসলিম-আমেরিকান অ্যাফেয়ার্সের পরিচালক মামাদৌ সিরে বাহ। এছাড়া বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।