Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

রাবি এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার অভিষেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ২৭ ডিসেম্বর ২০২৪

রাবি এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার অভিষেক

যুক্তরাষ্ট্রে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার বিজয় দিবস ও নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর নিউইর্য়কের কুইন্স প্যালেসে অনুষ্ঠানটি জাকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বিজয় দিবস ও অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক নুরুন্নাহার গিনি ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান, নবনির্বাচিত সভাপতি ফতেনূর আলম বাবু, সাধারণ সম্পাদক শাহ আল শফি আনসারীর স্বাগত বক্তব্যের পর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ পাঠ করান সংগঠনটির সম্মানিত উপদেষ্টা মুহম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও জনপ্রিয় টিভি ব্যষক্তিত্ব খালেদ মুহিউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে রাবিয়ান ক্যা প্টেন একেএম সাইফুল আলম প্রিন্স।

সংগঠনটির উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ফজলুর রহমান, হোসনে আরা বেগম, সৈয়দ আব্দুর রহিম দুদু, আলী হাসান কিবরিয়া, শাহীন খান, সাইদুর রহমান ডন, আহসান উল্লাহ ফিলিপ, এজাজ আহমেদ, আতাউর রহমান, মুজাহিদ আনসারীসহ আরও অনেকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ