ফুলতলী ইসলামিক সেন্টারের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২৯ ডিসেম্বর ২০২৪ ফুলতলী ইসলামিক সেন্টারের ফার্স্ট ফ্লোরে সেন্টারের ফাউন্ডার মেম্বার, লাইফ মেম্বার, জেনারেল মেম্বার, অনারারী মেম্বার এবং আসহাবে বদর মেম্বারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সেন্টারের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শরিয়ত খানের সঞ্চালনায় ও বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যান আজিমুর রহমান বোরহানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেন্টারের লাইফ মেম্বার হাফিজ মওলানা জুবায়ের আহমেদ রাজু। শুভেচ্ছা বক্তব্য রাখেন এক্সিকিউটিভ কমিটির সভাপতি সৈয়দ মুহিতুর রহমান সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেন্টারের লাইফ মেম্বার, ইমাম ও খতিব আল্লামা সৈয়দ সাজেদুল হক, সাবেক ইমাম ও খতিব, লাইফ মেম্বার মাওলানা সাব্বির আহমেদ। সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন—বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার ভারপ্রাপ্ত সেক্রেটারি রোকন হাকিম, দারুস সালাম মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুকিত, মসজিদ আল ফেরদৌস নিউ জার্সির ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস মঞ্জলালী।
আরও উপস্থিত ছিলেন বাংলাবাজার ইসলামিক সেন্টার হিফজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা বদরুল আলম, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ জুবায়ের আলী, দারুল আমান ইসলামিক সেন্টারের সেক্রেটারি বদরুল সিদ্দিকী, জয়নাল আবেদীন, হাফিজ ইবাদুর রহমান, মাওলানা শাহান শাহ এহিয়া, মোহাম্মদ খালেদুর রব, মাওলানা মুহিবুর রহমান, দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা মিনহাজুর রহমান চৌধুরী।
এছাড়া মাওলানা বুরহান উদ্দিন, আলহাজ্ব নুরুল ইসলাম, আল-ইসলাহ ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব এডভোকেট মওলানা মোহাম্মদ আশিক আহমদ খান, মাওলানা মনসুর আহমেদ, আবদুল জলীল, ইকবাল হোসাইন, হাফিজ পার্ভেজ সিদ্দীক, হাফিজ আব্দুল মুক্তাদির মনাফ, আব্দুল রাজ্জাক, ক্বারী মাহবুবুর রহমান, ক্বারী খালেদ, ক্বারী আবিদুর রহমান, হাফিজ মোহাম্মদ আবদুর রব, আব্দুল্লাহ মকবুল ইসলাম, সালেহ আহমেদ, মাওলানা মোহাম্মদ উদ্দীন, মোহাম্মদ শাফাত খান, ড. কাওসার আহমেদ, হাফিজ নজম উদ্দীন আহমেদ, হাফিজ রওশন আহমেদ, প্রফেসর আমীরুল ইসলাম, তোফায়েল চৌধুরী, মদব্বির এইচ মিয়া, মুহিব মোশাহিদ, শাহাব ইউ চৌধুরী, সৈয়দ আফজালুর রহমান, শরীফ রহমান, দেলওয়ার হোসেন, হাসান চৌধুরী, সিরাজুল ইসলাম মাহমুদ, আহমেদ শাকাওয়াত হুসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার আলোচ্য বিষয়সূচী ছিলো—আর্থিক প্রতিবেদন উপস্থাপন, সংবিধান সংশোধন ও কমিটি গঠন। বিপুল সংখ্যক সাধারণ সদস্যদের উপস্থিতিতে সভায় ফিনান্সিয়াল রিপোর্ট উপস্থাপন করেন ট্রেজারার আলমগীর হুসাইন। প্রস্তাবিত সংবিধান সংশোধনী ড্রাফট উপস্থাপন করেন এবং সংবিধান সংশোধনীর উপর সদস্যদের আনীত বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংবিধান সংশোধনী সাব-কমিটির চেয়ারম্যান, সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাদাত খান। ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আজিমুর রহমান বোরহান উপস্থিত সদস্যদের সম্মতি দেয়ার অনুরোধের প্রেক্ষিতে উপস্থিত দুই তৃতীয়াংশের অধিক সদস্যের সম্মতিক্রমে প্রস্তাবিত সংবিধান সংশোধনী ড্রাফট গৃহীত হয়।
সংশোধিত সংবিধানের আলোকে ফুলতলী ইসলামীক সেন্টারের পার্মানেন্ট ২৫ জন বোর্ড অব ট্রাষ্টি মেম্বারের নাম প্রস্তাব করেন ফুলতলী ইসলামীক সেন্টারের ট্রেজারার আলমগীর হোসাইন। উপস্থিত দুই তৃতীয়াংশের অধিক সদস্যের সম্মতিক্রমে উল্লেখিত ২৫ জন বোর্ড অব ট্রাষ্টি মেম্বারের নাম গৃহীত হয়।
নির্বাচিত বোর্ড অব ট্রাস্টির মেম্বাররা হলেন—আজিমুর রহমান বুরহান, এমডি মুতাহির হোসাইন, আবদুল জলিল, মোহাম্মদ শোয়েব আহমেদ, সৈয়দ মাহবুব সুমন, সৈয়দ মুহিতুর রহমান সুহেল, আতিকুল এইচ আহমেদ বেলাল, আলহাজ্ব মোহাম্মদ শরিয়ত খান, মালিক শেখ, আলমগীর হোসাইন, লুৎফুর রহমান রুহেল, মোহাম্মদ এহিয়া মেন্দি, আবদুল কাদির লিপু, সৈয়দ সায়েম, কাজী হোসাইন বাবলু, আব্দুল চৌধুরী শপন, মীর শাফি উদ্দিন, রফিক আহমেদ, সিয়াম ইসলাম, নোমান শেখ, ডা. কাওসার আহমেদ, হাফিজ বদরুল আলম, মোহাম্মদ তাজিম উদ্দিন, জামাল চৌধুরী এবং ইসলাম সাইদ।
সেন্টারের জেনারেল মেম্বার, প্রিন্সিপাল মাওলানা আবদুল নূর নির্বাচিত ২৫ জন বোর্ড অব ট্রাষ্টি মেম্বারকে সম্মানিত সদস্যদের উপস্থিতিতেই শপথ বাক্য পাঠ করান।
পরিশেষে, সভার সভাপতি আজিমুর রহমান বোরহানের সমাপনী বক্তব্য ও আল্লামা সৈয়দ সাজেদুল হকের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়। উক্ত সাধারণ সভার শেষে নামাজের পর বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যান আজিমুর রহমান বোরহানের সভাপতিত্বে ট্রাস্টি বোর্ডের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে নতুন সংবিধানের আলোকে ৯ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।