Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আল মামুর স্কুলে প্রসেসড ফুডের বিরুদ্ধে বিশেষ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৯, ২১ জানুয়ারি ২০২৫

আল মামুর স্কুলে প্রসেসড ফুডের বিরুদ্ধে বিশেষ ক্যাম্পেইন

বর্তমান বিশ্বে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। এর পেছনে অন্যতম কারণ হলো প্রসেসড ফুড কিংবা বিশেষভাবে প্রক্রিয়াজত খাবার। শিশু-তরুণরা এসব খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় মুটিয়ে যাওয়া থেকে শুরু করে নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা।

এ অবস্থায় প্রসেসড ফুডের বিরুদ্ধে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে হেলথ অকুপেশন স্টুডেন্টস অব আমেরিকা তথা হোসা। ভবিষ্যতে যারা চিকিৎসক হতে চান, তাদের ক্ষমতায়নের ব্যাপারে কাজ করে সংগঠনটি।

আল মামুর স্কুলে আয়োজিত এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন হোসা প্রেসিডেন্ট জান্নাতুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট আফরা আমের। এছাড়া হোসার আল মামুর স্কুল শাখার দায়িত্বশীল, স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অনেকেই দারুণ এই ইভেন্টে অংশ নিয়েছেন।

অনুষ্ঠান ঘিরে নানা সুষম খাবার বিশেষকরে ফলের প্রদর্শনী করা হয়। এসব ফলের গুণাগুণ বর্ণনা করেন সংশ্লিষ্টরা।

‘আমাদের লক্ষ্য একটা স্বাস্থ্যকর প্রজন্ম’ এই মন্তব্য করে হোসার প্রেসিডেন্ট জান্নাতুল ইসলাম বলেন, একটা শক্তিশালী শরীর ও শক্তিশালী মন মানুষকে অনায়াসেই তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আল মামুর স্কুলের শিক্ষার্থীরা যেন তেমনটা করতে পারে, সে ব্যাপারে কাজ করে যাচ্ছে হোসার আল মামুর স্কুল চ্যাপ্টার। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ