নিউইয়র্ক সিটিতে বারী গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আসেফ বারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিশিগানের হ্যামট্র্যামেক শহরের মেয়র আমির গালিব। ১৬ জানুয়ারি বারী গ্রুপের প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।
কার্যালয়ে আসলে আমির গালিবকে ফুলের শুভেচ্ছা জানান আসেফ বারী। আমির গালিব সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক সিটিতে আসেন। পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বৈঠকে উভয়ই নিউইয়র্ক ও মিশিগান শহরের ইয়েমেনি ও বাঙালি মুসলিম কমিউনিটির উন্নয়ন সম্পর্কিত আলোচনা করেন।
এছাড়া, ইসরায়েল ও হামাসের যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা হয়। এই যুদ্ধবিরতি ফিলিস্তিনের পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদের জন্য স্বস্থি বয়ে আনবে বলে দুইজনে একমত হোন।
বৈঠকে উপস্থিত ছিলেন হ্যামট্র্যামেকের পুলিশ প্রধান জামিয়েল আল তাহেরী, বারী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, ব্লু গ্রীন ইন্সুরেন্সের সিইও মফিজুর রহমান, শাহ গ্রুপের সিইও শাহ জে চৌধুরীসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।