Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

না ফেরার দেশে নিউইয়র্ক প্রবাসী নুরুজ্জামান শাহী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ২১ জানুয়ারি ২০২৫

না ফেরার দেশে নিউইয়র্ক প্রবাসী নুরুজ্জামান শাহী

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত ব্যক্তিত্ব, সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ উন্নয়ন সমিতির প্রধান উপদেষ্টা নুরুজ্জামান চৌধুরী শাহী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৭ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে তিনি লং আইল্যান্ডের গুড সামারিটান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী।

নুরুজ্জামান চৌধুরী শাহী দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধী ক্যান্সারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। নুরুজ্জামান চৌধুরী শাহী ১৯৮২ সাল থেকে নিউইয়র্কে বসবাস করতেন। তার মৃত্যুতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ