Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জর্জ গারল্যান্ডের সঙ্গে শিক্ষার্থীদের মিট অ্যান্ড গ্রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

জর্জ গারল্যান্ডের সঙ্গে শিক্ষার্থীদের মিট অ্যান্ড গ্রিট

শিক্ষার্থীদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট সভায় মিলিত হয়েছেন ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন ইউএসএ সাউদার্ন নিউইয়র্ক ডিভিশনের প্রেসিডেন্ট ড. জর্জ অ্যা গারল্যান্ড। গত ২৩ জানুয়ারি জ্যামাইকার ৮৭-৪১, ১৬৫ স্ট্রিটে এই আয়োজন করে এলহাম একাডেমি এবং ইউএনএ-ইউএসএ কুইন্স চ্যাপ্টার।

শিক্ষার্থীরা সেখানে জর্জকে নানা প্রশ্ন করেন। বিশেষকরে আলোচনা হয় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি  গোল প্রোজেক্ট-২০২৫ নিয়ে। শুরুতে ডক্টর গারল্যান্ড একটি টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যত গঠনে এসডিজির গুরুত্ব তুলে ধরেন।

তিনি আশা করেন, শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, শিক্ষার সমতা, বিশুদ্ধ পানির সন্ধানের ব্যাপারে পদক্ষেপ নেবে। আরও কিছু পদক্ষেপের কথা তুলে ধরে অনুষ্ঠানের আয়োজক এলহাম একাডেমির দায়িত্বশীলদের ধন্যবাদ জানান ড. গারল্যান্ড।

এসডিজি নিয়ে আলোচনা শেষে এলহাম একাডেমির পক্ষ থেকে ড. জর্জ অ্যা গারল্যান্ডকে ক্রেস্ট তুলে দেন মুহাম্মদ শহীদুল্লাহ। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ