Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্কের এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা ৯ ফেব্রুয়ারি রোববার ব্রঙ্কসে অবস্থিত নিরব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রতিকূল পরিস্থিতিতে তুষারঝড়, বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও অনেকেই সভায় যোগ দেন।

সংগঠনের সভাপতি সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকের মোঃ ইমরান আলী টিপুর পরিচালনায় সোসাইটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

সোসাইটির বিগত দুই বছরের কার্যক্রম ও আয়-ব্য়য় হিসাবের কপি উপস্থিত সকল সদস্যদের কাছে বিতরণ করা হয়। সভায় জানানো হয় যে, বর্তমান কমিটি গত দুই বছরে সোসাইটির জন্য মোট ৫০,৫৮১ মার্কিন ডলার সংগ্রহ করেছে, যা বিভিন্ন অনুষ্ঠান ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়েছে।

বিশেষ করে, ২০২৪ সালে বাংলাদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদানে সংগঠনটি মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে। সভায় পঠিত প্রতিবেদনটি শুনে সাধারণ সভায় উপস্থিত সদস্যরা প্রশংসাসূচক মন্তব্য করেন এবং বর্তমান কমিটির কার্যক্রমকে অভিনন্দিত করেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ