Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

৩৯তম ফোবানা সম্মেলনের তারিখ ঘোষণা, প্রস্তুতি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

৩৯তম ফোবানা সম্মেলনের তারিখ ঘোষণা, প্রস্তুতি চূড়ান্ত

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশনস ইন নর্থ আমেরিকা-ফোবানা তাদের ৩৯তম সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত করেছে। আগামী ২৯, ৩০ ও ৩১ অগাস্ট কানাডার মন্ট্রিয়লের ডাউনটাউনের একটি হোটেলের বলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত ৯ ফেব্রুয়ারি নিউইয়র্কে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান আতিক সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ফোবানার ৩৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও প্রবাসে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির সমৃদ্ধ চিত্র তুলে ধরা হবে।

ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন, ‘সমগ্র উত্তর আমেরিকায় আমাদের প্রজন্মের সাফল্য আমাদের গর্বিত করে। তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে হবে এবং বাংলা সংস্কৃতি চর্চা ও সংরক্ষণে উৎসাহিত করতে হবে।

এবারের আয়োজক সংগঠন কানাডা-বাংলাদেশ সলিডারিটি-এর সভাপতি ও ফোবানা সম্মেলনের আহ্বায়ক জিয়াউল হক জিয়া এবং সদস্য-সচিব ইকবাল কবির সম্মেলনের বিভিন্ন পর্ব নিয়ে আলোচনা করেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ