
পবিত্র রমজানে ইফতারের আয়োজন করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করছেন বাংলাদেশি বংশোদভূত আমেরিকান এটর্নি মঈন চৌধুরী। রমাজানের প্রথম দিন থেকে নিউইয়র্ক শহরের বাংলাদেশিদের পরিচালনায় বিভিন্ন মসজিদে ইফতারের আয়োজন করছেন। সঙ্গে থাকে নৈশভোজের ব্যবস্থা।
এ বছর মসজিদগুলো অর্থের অভাবে রোজাদার মুসুল্লীদের ইফতার করাতে হিমশিম খাচ্ছিল। এমতাবস্থায় কমিউনিটি একটিভিস্ট মঈন চৌধুরী এগিয়ে আসেন।
ইতোমধ্যেই তিনি আবু হুরায়রা মসজিদ, রিয়াজুল জান্নাহ মসজিদ, বায়তুল জান্নাত জামে মসজিদ, ফুলটন জামে মসজিদ ও ফুলতলি জামে মসজিদে ইফতারির স্পন্সর করেছেন।
মঈন চৌধুরী আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের ডাইরেক্টর, যুক্তরাষ্ট্র সুপ্রিমকোর্টের লাইসেন্সপ্রাপ্ত এটর্নি ও কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট এট লার্জ। বৃহত্তর সিলেটের হবিগঞ্জের সন্তান মঈন দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশিদের সেবা দিয়ে আসছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।