Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

প্রবাসী বাংলাদেশিদের আতঙ্ক দূর করতে নিউইয়র্কে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৩, ৯ মার্চ ২০২৫

প্রবাসী বাংলাদেশিদের আতঙ্ক দূর করতে নিউইয়র্কে সেমিনার

বর্তমান ইমিগ্রেশন পরিস্থিতিতে কমিউনিটির মানুষদের মন থেকে আতঙ্ক দূর করা ও সঠিক আইনি পরামর্শ দিতে ইমিগ্রেশন সেমিনারের আয়োজন করে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ।

২৭ ফেব্রুয়ারী জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারে কমিউনিটি সদস্যদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সেমিনারের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ শহিদুল হক।

প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক ও গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও শাহ্ নেওয়াজ।

বিশেষ অতিথি ছিলেন ইমিগ্রেশন অ্যাটর্নি মাইকেল প্রিন্সটন, এডওয়ার্ড স্কট স্ট্রং, এটর্নী মঈন চৌধুরী, লাগার্ডিয়া কমিউনিটি কলেজের অধ্যাপিকা ড. সাজ হাইডি, অ্যাডভোকেট মুনিয়া সুলতানা এবং মাইকেল প্রিন্সটনের সহকারী লোকমান হোসেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল লাগার্ডিয়া কমিউনিটি কলেজের একদল শিক্ষার্থী, যারা স্বেচ্ছাসেবক হিসেবে কমিউনিটির সেবায় কাজ করছেন। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ