
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের সভায় নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। ২০ এপ্রিল সন্ধ্যায় সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী পরিষদের কর্মকতাদের গোপন ভোটে ১২ জনকে নিয়ে নতুন এই বোর্ড গঠন করা হয়।
সভায় সোসাইটির কার্যকরী পরিষদের ১৯জন কর্মকর্তাই উপস্থিত ছিলেন।
ট্রাস্টি বোর্ডের নতুন সদস্যরা হলেন—আক্তার হোসেন, কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, আতরাউল আলম, আব্দুর রহিম হাওলাদার, শাহ নেওয়াজ, ডা. এনামুল হক, জুনাইদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব এবং নাঈম টুটুল।
সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সভায় কোন কোন সদস্য তাদের পছন্দ মতো প্রার্থীর নাম প্রস্তাব করলে সভাপতি ও সাধারণ সম্পাদক সোসাইটির গঠনতন্ত্র মোতাবেক ট্রাষ্টি বোর্ড গঠনের ওপর গুরুত্তারোপ করেন। এরপর গোপন প্রস্তাবে ঐক্যমতের ভিত্তিতেই ট্রাষ্টি বোর্ড গঠন করা হয়।
নতুন ট্রাষ্টি বোর্ডের মেয়াদ কাল হবে ২০২৫ সালের জুন থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।