দুবাইতে শেষ হলো গালফ ফুড মেলা
বিশ্বের ১৯০টির বেশি দেশের দর্শনার্থীদের সমাগমে ১২৭টি দেশের সাড়ে পাঁচ হাজারের বেশি প্রতিষ্ঠানের অংশ গ্রহণের মধ্য দিয়ে ২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শেষ হয়েছে পাঁচ দিনের দুবাই গালফ ফুড মেলা ২০২৪। ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এইমেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর ক্রয়াদেশ এসেছে প্রায় ১ কোটি ৪১ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৫১ কোটি টাকা। যা আগামী দিনগুলোতে পণ্য দেওয়া সাপেক্ষে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আয় করতে পারবে।
সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪
দুবাই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও আমিরাত সরকার কর্তৃক সিলেট বিভাগের কৃতি সন্তানদের সম্মানসূচক গোল্ডেন ভিসা প্রাপ্তিতে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম সিআইপির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থাপন মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হারামাইন গ্রুপের কর্ণধার মাহতাব উদ্দিন নাসির, দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন কাউসার ও সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ আলীসহ সংগঠনের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলী, সকল সদস্যবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১, ০২:১৬
সংযুক্ত আরব আমিরাত বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ