সুব্রত চৌধুরী
সুব্রত চৌধুরী। যুক্তরাষ্ট্রে পেয়েছেন সাফল্য, গড়েছেন কৃতিত্ব। জিতেছেন নিউজার্সির প্রাইমারি নির্বাচনে ‘কমিটি পারসন’ পদে। লড়েছিলেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে।
সুব্রত চৌধুরীর জন্মটা চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামে। ২০১২ সালে সপরিবারে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। যুক্ত হন সংবাদ মাধ্যমের সাথে। কমিউনিটি সংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। বস্তুনিষ্ঠ সাংবদিকতার জন্য কুড়িয়েছেন বেশ প্রশংসা। হয়েছেন পুরস্কৃতও। নিয়মিত লিখছেন ছড়া, কবিতা, গল্প। অনুবাদক হিসাবেও আছে খ্যাতি। প্রকাশিত হয়েছে ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই। একজন আবৃত্তি শিল্পী হিসেবেও পরিচিত তিনি।
এসবের বাইরে সামাজিক কর্মকাণ্ডেও জড়িত বাংলাদেশি এই কৃতি সন্তান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল), সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, এনএএসিপি, সাউথ জারসি ফেইথ গ্রুপ, হিসপ্যানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সাথে সম্পৃক্ত তিনি। জড়িত আছেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক কর্মকাণ্ডেও।
ইউনাইটেড স্টেট প্রেস এজেন্সি ও আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের একজন সদস্য সুব্রত চৌধুরী। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী কমিটিরও সদস্য তিনি।কমিউনিটি সেবায় ভূমিকা রাখায় ‘কংগ্রেসনাল প্রোক্লেমেশন’ এবং ‘সিনেট কমেন্ডেশান’ লাভ করেছেন।২০১৯ সালের নভেম্বরে আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচনেও বিজয়ী হয়েছিলেন সুব্রত চৌধুরী।