বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে যারা তাদের স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে চান, তাদের জন্য সুখবর। যারা ইতিমধ্যে স্ট্যাটাস অ্যাডজাস্ট করার জন্য আবেদন করেছেন, তাদের দুই বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে। আগে এক বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হতো। ইউএসসিআইএস থেকে নতুন এই নিয়ম ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, আগের নিয়মে এক বছর ওয়ার্ক পারমিট দেওয়া হলে সেটা আবার এক বছর হওয়ার আগেই নবায়ন করতে হতো। নবায়ন করার জন্যও সময় লাগত। কিন্তু করোনার কারণে ইমিগ্রেশনের কাজের গতি কিছুটা ধীর হওয়ায় যারা স্ট্যাটাস অ্যাডজাস্ট করার জন্য আবেদন করেছেন, তারা দুই বছরের ওয়ার্ক পারমিট পাবেন।
এই ঘোষণার ফলে যারা স্ট্যাটাস অ্যাডজাস্ট করার জন্য আবেদন করেছেন, তাদের মুখে হাসি ফুটেছে। কারণ যারা আবেদন করেছেন, তাদের বেশির ভাগই রিসিভ নোটিশ পেয়েছেন। বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ওয়ার্ক পারমিট পেয়ে গেলে এখানে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন। পাশাপাশি সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে গ্রিন কার্ডের প্রক্রিয়াও এগিয়ে যাবে।