Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইতালির উপকূল থেকে ৩৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:১৪, ২৬ অক্টোবর ২০২১

আপডেট: ২০:৪০, ২৬ অক্টোবর ২০২১

ইতালির উপকূল থেকে ৩৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ইতালির রোচেলা শহরের সমুদ্র উপকূল থেকে ৩৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। গতকাল সোমবার একটি মাছধরার ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়। 

এক বিবৃতিতে দেশটির কোস্টগার্ড বলছে, ট্রলারটি লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তবরুকের উপকূল থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু ইতালির সমুদ্র উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর খারাপ আবহাওয়ার মধ্যে আটকা পড়ে তারা। 

উদ্ধারকৃতদের বর্তমানে ইতালির ক্রোটন বন্দরে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। 

প্রসঙ্গত, সম্প্রতি ইতালির উপকূলীয় অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের আনাগোনা ব্যাপকভাবে বেড়েছে। গত এক সপ্তাহেই দেশটির সমুদ্র উপকূল থেকে ১ হাজার ১০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ