Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

সৌদি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪০, ৭ নভেম্বর ২০২১

সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করার কারণে গত এক সপ্তাহে ১৫ হাজার ৩৯৯ জন অভিবাসীকে আটক করেছে সৌদি আরব। তাদের মধ্যে বসবাসের নিয়ম ভঙ্গ করায় ৭ হাজার ২৯২ জন, শ্রম আইন লঙ্ঘনের জন্য ১ হাজার ৭৩৪ জন এবং সীমান্ত আইন ভঙ্গ করায় ৬ হাজার ৩৭৩ জনকে আটক করা হয়। 

এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের সময় আরও ২৭৮ জনকে আটক করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা অবৈধ প্রবেশকারীদের পরিবহন, আশ্রয় বা অন্য কোনো ধরনের সুবিধা দেবে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 

পাশাপাশি দুই লাখ ৬০ হাজার ডলার জরিমানাও গুনতে হতে পারে। যেসব পরিবহন ও বাড়ি অবৈধদের প্রবেশের সুবিধা দেবে সেগুলোও জব্দ করা হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ