চ্যানেল ৭৮৬ এর নিয়মিত আয়োজন
কমিউনিটি নিউজ নেটওয়ার্ক চ্যানেল ৭৮৬ এর নিয়মিত আয়োজন "নিউইয়র্ক ডায়েরি" তে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাতত্য আর্কিটেকচার ফর গ্রিণ লিভিং এর হেড অব ডিজাইন"জান্নাত জুই"। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আরিয়ান।
আরিয়ানঃ আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
জান্নাত জুইঃ আপনাকে ধন্যবাদ।
আরিয়ানঃ আপনার পড়াশোনা ও ছোটবেলা নিয়ে জানতে চাই।
জান্নাত জুইঃ বাবার সরকারি চাকরির সুবাদে আমাকে সাত টির বেশি স্কুলে পড়তে হয়েছে।তারপর হলিক্রস কলেজ।আহসান উল্লাহ সাইন্স এন্ড টেকনোলোজি ইউনিভার্সিটি। এরপর দেশের বাইরে মালেশিয়া তে পড়াশোনা করেছি।
আরিয়ানঃ ফটোগ্রাফির প্রতি নেশা সেখান থেকে পেশা হিসেবে নেয়া।আপনি পুরষ্কার ও জিতেছেন। সব মিলিয়ে এই জার্নি টা সম্পর্কে জানতে চাইব?
জান্নাত জুইঃ আসলে আর্কিটেকচার মানে কিন্তু স্রষ্টা।আমাদের ছয় মাসের একটা কোর্স ছিলো ফটোগ্রাফিকস এর উপর।তারপর নেশা ধরে যাওয়া।এখন আর বিষয় টা শুধুমাত্র নেশাতেই নেই।পেশা হয়ে দাড়িয়েছে।কাজটা আমি ভালোবাসা থেকেই করি।কাজের সম্মাননা আমাকে কাজের প্রতি আরো দায়িত্বশীল করে তোলে।
আরিয়ানঃ শুরুতেই জানতে চাই গ্রিণ লিভিং আসলে কি? অথবা গ্রিণ লিভিং বলতে কি বুঝায়?
জান্নাত জুইঃ সবুজায়ন।দিন দিন আপনি জানেন সবুজের মাত্রা কমে যাচ্ছে।ধরুন আপনার ৫ বিঘা জমি আছে।আপনি সেখানে বিল্ডিং করতে চান।প্রথমেই কিন্তু দেখা যাবে গাছ সব কেটে ফেলা হবে।কিন্তু আমরা আমাদের ডিজাইন করা স্থাপত্যশিল্পে সবুজায়ন করে থাকি।
আরিয়ানঃ গ্রিণ লিভিং কেন গুরুত্বপূর্ণ?
জান্নাত জুইঃ পৃথিবী কিন্তু শুধু মানুষের একার বসবাসের জন্য না।এটা সকল প্রানীর জন্য।কিন্তু আমরা মানুষেরা দিন দিন বিষিয়ে তুলছি, বাড়ছে কার্বনডাই অক্সাইড।বিশেষ করে শহুরে জীবনে।সেখান থেকে বেরিয়ে এসে সুস্থ্য,সুন্দর জীবন যাপনের জন্য গ্রীন লিভিং অত্যন্ত্য গুরুত্বপূর্ণ। এটা একটা লাইফ স্টাইল।আমাদের জনসংখ্যা বাড়ছে,আমাদের জীবনযাত্রায় আমরা বিল্ডিং এর সকল ফ্লোরে নিচতলার মতো সবুজায়ন করে বসবাস যোগ্য শহর নির্মানে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত।
আরিয়ানঃ আর্কিটেকচার এর প্রতি ঝোক কি ছোটবেলা থেকেই ছিলো?
জান্নাত জুইঃ হ্যা।আমার ভাইয়া তখন আহসানউল্লাহ সাইন্স এন্ড টেকনোলোজি ইউনিভার্সিটি পড়তো।আমাকে নিয়ে গিয়েছিলেন একদিন।সেদিন স্থাপ্পত্য শিল্পের প্রদর্শনী হচ্ছিল।দেশ ও বিদেশ থেকে বিভিন্ন জুড়িরা সেখানে অংশগ্রহণ করেছিলো।আমি খুব অবাক হয়ে সেই ছোট্ট ছোট্ট ডিজাইনের করা বিল্ডিং এর নকশা দেখে অদ্ভুত আনন্দ অনুভব করি।একই সাথে আগ্রহী ও হই আর্কিটেকচার এর উপর।
আরিয়ানঃ নিউইয়র্ক সিটিতে আর্কিটেকচার অব গ্রীন লিভিং কতটা সম্ভব?
জান্নাত জুইঃ নিউইয়র্ক সিটিতে তো আরো বেশি করে সম্ভব।কারণ গ্রীন লিভিং এর সাথে অর্থনৈতিক বিষয়টা শক্তভাবে জড়িত।সুতরাং নিউইয়র্ক সিটিতে গ্রীন লিভিং অত্যন্ত জরুরি। যত নগরায়ণ বাড়ছে ততই যেন কমছে সবুজ।তাই জীবন কে আরো সুন্দর ও ভবিষ্যৎ প্রজন্ম কে প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠতে সাহায্য করতে আজ গ্রীন লিভিং সময়ের দাবি।
আরিয়ানঃ মেয়েরা কিভাবে নিজেদের জায়গা স্ট্রং করবে বিভিন্ন সেক্টরে।নারীদের এগিয়ে যাবার জন্য তাদের জন্য কি পরামর্শ দেবেন?
জান্নাত জুইঃ আমার মনে হয় নারীর ইচ্ছাশক্তিই পারে নারীকে সাফল্যের শিখরে নিয়ে যেতে।সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় থাকলে নারীকে কেউ দমিয়ে রাখতে পারবে না।
আরিয়ানঃ চ্যানেল ৭৮৬ এর অনেক দর্শক মন্তব্য করছেন।তাদের উদ্দ্যেশে কিছু বলার আছে?
জান্নাত জুইঃ যারা মন্তব্য করেছেন তাদের অনেক ধন্যবাদ।আর একটা অনুরোধ আসুন আমরা সকলে মিলে বসবাসযোগ্য একটা পৃথিবী গড়ে তুলি।কারণ আমরা মানুষেরাই একমাত্র প্রাণী যারা চাইলে এই পৃথিবী টা কে সকল প্রাণীর বাসযোগ্য করে গড়ে তুলতে পারি।করোনা মহামারী আমাদের কে শিখিয়ে দিয়ে গেল যে এই পৃথিবী সকলের জন্য।তাই আমরা চাই আগামীর প্রজন্ম বেড়ে উঠুক সবুজের মাঝে।
আরিয়ানঃ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কে সময় দিয়েছেন এজন্য।