সাইনবোর্ড থেকে ‘মুসলিম অনলি’ তুলে নিয়েছে সৌদি
মুসলমানদের কাছে দ্বিতীয় পবিত্র স্থান সৌদি আরবের মসজিদে নববি, যেখানে শুয়ে আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্ব নবি হজরত মোহাম্মদ (সা.)। মসজিদে নববির প্রধান সড়কে এতদিন যে দিক নির্দেশনামূলক সাইনবোর্ড ছিল, সেখানে লেখা ছিল ‘মুসলিম অনলি’। অর্থাৎ অমুসলিম কেউ সেখানে প্রবেশ করতে পারবে না।
চলতি মাসের শুরুতে সাইনবোর্ড থেকে ‘মুসলিম অনলি’ শব্দ দুটি তুলে নেওয়া হয়েছে। সৌদি আরবের বর্তমান সরকার দেশের নানা ক্ষেত্রে যে সংস্কার অভিযান চালাচ্ছেন, তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। নারীর ক্ষমতায়নসহ ধারাবাহিকভাবে নানা জায়গায় এই সংস্কার চলছে।