Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

গোল্ডেন স্টিমুলাস চেকের প্রথম কিস্তি পেলো লাখো ক্যালিফোর্নিয়াবাসী

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৫, ১ সেপ্টেম্বর ২০২১

গোল্ডেন স্টিমুলাস চেকের প্রথম কিস্তি পেলো লাখো ক্যালিফোর্নিয়াবাসী

কয়েক লাখ ক্যালিফোর্নিয়াবাসীর ব্যাংক অ্যাকাউন্টে গোল্ডেন স্টেট স্টিমুলাস চেকের ডিরেক্ট পেমেন্ট এর প্রথম কিস্তি পাঠানো হয়েছে।

গত শুক্রবার স্টিমুলাস ভাতা পাওয়ার মতো যোগ্যদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে গেছে।

স্টেট ফ্রেঞ্চাইসে ট্যাক্স বোর্ডের মুখপাত্র ডেনিয়েল তাহারা বলেন, ৬ লাখ বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্টে ৩৫৪ মিলিয়ন ডলার পাঠানো হয়েছে।

তিনি জানান, পেমেন্টের দ্বিতীয় রাউণ্ড সম্ভবত দুই সপ্তাহের মধ্যে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ নিশ্চিত হওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসামের অফিস জানায়, করোনা মহামারির কারণে যেসব বাসিন্দা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে, তাদের সাহায্যার্থে স্টিমুলাস চেকের অর্থের তারিখ বর্ধিত করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার মোট ৬৬ শতাংশ বাসিন্দা স্টিমুলাস চেকের সুফল পাবে বলে জানা গেছে।

যেসব বাসিন্দার বছরে আয় ৩৫ হাজার ডলার থেকে ৭০ হাজার ডলার, তাদের প্রত্যেককে এককালীন ৬০০ ডলার করে ভাতা দেওয়া হবে৷

এছাড়া যেসব পরিবারে শিশু রয়েছে, তারা প্রত্যেকে আরো ৫০০ ডলার করে পাবেন। বৈধ কাগজপত্রহীন বাসিন্দারাও এই অর্থ পাবেন।

এর আগে ক্যালিফোর্নিয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্টের মুখপাত্র এইচডি পালমার বলেন, সেপ্টেম্বরের শুরু থেকেই বাসিন্দাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো শুরু হবে।

এই স্টিমুলাস চেকের অর্থ পেতে বাসিন্দাদের তেমন কিছু করতে হবে না। যারা এই অর্থ পাওয়ার যোগ্য, তারা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পেয়ে যাবেন।

এর আগে গোল্ডেন স্টেট স্টিমুলাস টু এর আওতায় এপ্রিল মাসে অনেককে স্টিমুলাস চেকের অর্থ প্রদান করা হয়। সেবার যারা স্টিমুলাস চেক পেয়েছিলেন, তারা আর এবার অর্থ পাবে না।

গভর্নর অফিস সূত্র জানিয়েছে, এটি আমেরিকান ইতিহাসে রাজ্যভিত্তিক সবচেয়ে বড় আর্থিক সাহায্য। এই স্টিমুলাস চেকের আওতায় ১২ বিলিয়ন ডলার অর্থ সাহায্য করা হবে বাসিন্দাদের।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ