Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কার্যকর হচ্ছে লস এঞ্জেলেসের বিতর্কিত অ্যান্টি-ক্যাম্পিং অধ্যাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২১

কার্যকর হচ্ছে লস এঞ্জেলেসের বিতর্কিত অ্যান্টি-ক্যাম্পিং অধ্যাদেশ

শুক্রবারে (৩ সেপ্টেম্বর) লস এঞ্জেলেসের বিতর্কিত নতুন অ্যান্টি-ক্যাম্পিং অধ্যাদেশ কার্যকর হয়েছে। যদিও এটি স্বল্প মেয়াদে তেমন কোন পরিবর্তন ঘটাতে পারবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

নতুন আইন অনুসারে, গৃহহীন ব্যক্তিরা স্কুল, পার্ক সহ বিভিন্ন পাবলিক স্পেসে অস্থায়ী বাসস্থান তৈরি করতে পারবে না। আইনটির বিরোধীতাকারী বলে যে আইনটি গৃহহীনতাকে অপরাধ হিসেবে উপস্থাপন করে। প্রতিবাদকারীরা মেয়র এরিক গারসেটিকে লক্ষ্য করে তাদের কার্যক্রম চালাচ্ছে।

যদিও এটি কার্যকরা হয়েছে, তবে এই বিতর্কিত আইনটি তাৎক্ষনিকভাবে কোন লক্ষণীয় পরিবর্তন ঘটাতে পারবে না। সিটি কাউন্সিল প্রথমে যেই সকল অঞ্চলে ক্যাম্পিং করা যাবে না সেটার তালিকাকে অনুমোদন দিবে এবং তারপরই আইনটি পুরোদমে কাজ করতে পারবে।

নির্বাচিত স্থানগুলোতে বসবাসরত গৃহহীন ব্যক্তিদের গ্রেফতার করার পূর্বে তাদের পুর্নবাসনমূলক সহযোগিতা করতে হবে।

বৃহস্পতিবারে কমিটি এই কৌশলকে অনুমোদন দিলেও কাউন্সিল এখনো অনুমোদন দেয়নি।

দুই সপ্তাহের মধ্যে পুরো পরিকল্পনাটি অনুমোদনের জন্য কাউন্সিলের কাছে পাঠানো হবে।

ইতোমধ্যে, কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ, গারসেটি ও লস এঞ্জেলেস পুলিশ বিভাগ যৌথভাবে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে পাবলিক স্পেসগুলো নিরাপদ ও পরিষ্কার রাখার পাশাপাশি গৃহহীন ব্যক্তিদের পুর্নবাসনের জন্য সর্বাত্মক চেষ্ঠা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ আমরা উভয়ই করতে পারি ও পারব। গৃহহীনতার সমস্যাটিকে আমরা এমনভাবে সমাধান করার চেষ্ঠা করব যা মানবিক ও আমাদের সম্প্রদায়ের জরুরী চাহিদার ওপর লক্ষ্য রাখে।‘

বিবৃতিতে আরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে “ কাউন্সিল, মেয়রের অফিস এবং এলএপিডি অধ্যাদেশের প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের সম্প্রদায়কে অবহিত করার জন্য একটি চলমান শিক্ষা প্রচারণা চালিয়ে যাবে।"

কাউন্সিলসদস্য মার্ক রিডলি-থমাস কাউন্সিলের গৃহহীনতা ও দারিদ্র কমিটির চেয়ারম্যান। তিনি জানান যে পুর্নবাসনের কৌশল অতিদ্রুত গ্রহণ করতে হবে।

রিডলি-থমাস বলেন, ‘স্ট্রিট এনগেজমেন্ট স্ট্র্যাটেজি না থাকলে, আমরা কোন পরিবর্তন আনতে পারব না। আমরা শুধু একদল মানুষকে একজায়গা থেকে আরেকজায়গায় স্থানান্তর করব। আমি মনে করি যে সিটি কাউন্সিলের আগামী বৈঠকে স্ট্রিট এনগেজমেন্ট স্ট্র্যাটেজিটিকে অনুমোদন দেওয়া।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ