Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অরেঞ্জ কাউন্টিতে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষে মৃত ১

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৬, ৪ সেপ্টেম্বর ২০২১

অরেঞ্জ কাউন্টিতে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষে মৃত ১

শুক্রবার  সকালে অরেঞ্জ কাউন্টির ৫৫নং ফ্রি-ওয়েতে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটেছে। এর ফলে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে, ভোর ৫টা ৪৫ মিনিটে কেটেলা এভিনিউয়ের দিকে চারটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এর ফলে উত্তরমুখী সকল লেন বন্ধ করে দেওয়া হয়েছে।

সিএইচপি ইউনিট ও প্যারামেডিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষের কারণে উত্তরমুখী লেনে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ওই লেনের গাড়িগুলোকে সার্ফেস স্ট্রিট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়।

মৃত ব্যক্তিটির ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

সংঘর্ষটি নিয়ে এখনো তদন্ত চলছে।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ