লস এঞ্জেলেস কাউন্টিতে কমছে করোনার সংক্রমণ, মৃত্যু এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা।
শনিবার (২৫ সেপ্টেম্বর) লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা যায় ২৯ জন। এর মধ্যে দুইজনের বয়স ছিল ১৮ এবং ২৯। এখন পর্যন্ত লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৯৯৯ জনে।
লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'লস এঞ্জেলেস কাউন্টিতে ২৬ হাজার মানুষের করোনায় মৃত্যু হয়েছে। তাদের বন্ধু ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা। যারা প্রতিনিয়ত করোনা নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি প্রার্থনা'।
শনিবার লস এঞ্জেলেসে করোনায় নতুন করে ১ হাজার ৬০২ জন আক্রান্ত হয়েছে। আর হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ভর্তি রয়েছে ৯৪৭ জন। গত সপ্তাহের থেকে হাসপাতালে রোগী কমেছে ১৭ শতাংশ৷ সপ্তাহে ১ লাখ বাসিন্দার মধ্যে সংক্রমণের হার বর্তমানে ৮৬ জন।
স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, লেবর ডে'র ছুটির প্রভাব লস এঞ্জেলেসে তেমন একটা পরেনি। তবে যেহেতু মৌসুম পরিবর্তন হচ্ছে, সংক্রমণ বাড়তেও পারে। বাসিন্দাদের যতো দ্রুত সম্ভব টিকা গ্রহণ করতে হবে।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, যারা টিকা গ্রহণ করেনি, তাদের মধ্যে করোনা সংক্রমণের হার অপেক্ষাকৃত বেশি। যারা টিকা গ্রহণ করেনি তাদের মধ্যে সংক্রমণের হার টিকাগ্রহীতাদের থেকে অন্তত ৮ গুণ বেশি।
লস এঞ্জেলেস কাউন্টিতে টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন ৬০ দশমিক ৩ শতাংশ বাসিন্দা এবং টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন ৬৭ দশমিক ৫ শতাংশ বাসিন্দা। রাজ্যের মোট টিকা গ্রহণের হারের থেকে এটি কিঞ্চিৎ বেশি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।