সোমবারের (১১ অক্টোবর) বিধ্বংসী বাতাসের পর সাউথল্যান্ডে চলছে পরিষ্কার কার্যক্রম। বাতাসের কারণে বিদ্যুৎহীন অবস্থায় ছিলো হাজার হাজার মানুষ।
লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অফ পাওয়ার এণ্ড পাওয়ার জানায়, বাতাসের কারণে তাদের ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলো।
মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ২২ হাজার ৯০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা গিয়েছিলো।
বাতাসের কারণে অনেক ক্ষয়-ক্ষতিও হয়েছিলো।
সাউথ লস এঞ্জেলেসের ডেঙ্কার এভিনিউ ও ৫৯ নং প্লেসের সংযোগস্থলে ৪টি গাড়্রি গাছ পড়ে যাওয়ার কারণে ক্ষতির শিকার হয়েছে।
পরিষ্কার কার্যক্রম রাতে শুরু হয়। মঙ্গলবার সকালে কর্মকর্তারা অঞ্চলটি বন্ধ করে পরিষ্কার কার্যক্রম চালিয়ে যায়। কেউ আহত হয়েছি কিনা তা এখনো জানা যায়নি।
ভ্যান নিউসে, একটি এসইউবি গাড়ির ওপর গাছ পড়ে যায়। গাড়িটিতে তখন লোরিনা লোপেজ নামক একজন নারী তাঁর দুই সন্তানকে নিয়ে অবস্থান করছিলেন। লোপেজ জানান যে সৌভাগ্যক্রমে তাদের মধ্যে কেউ আহত হয়নি।
মঙ্গলবার সকালে বাতাস কমে যাওয়ার পরেও , লস এঞ্জেলেস এবং ভেন্টুরা কাউন্টি পর্বতের কিছু অংশের জন্য সকাল ১০টা পর্যন্ত শক্তিশালী বাতাসের সতর্কবার্তা জারি করা হয়েছিলো।
সাউর্দান ক্যালিফোর্নিয়া এডিসন জানিয়েছে যে এটি লস এঞ্জেলেস, ভেন্টুরা ও কের্ন কাউন্টির ১০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করবে। মূলত দাবানলের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।