Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

স্কুলে অস্ত্র নিয়ে আসায় আটক ভেনচুরা কাউন্টির এক শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৫, ১৩ অক্টোবর ২০২১

স্কুলে অস্ত্র নিয়ে আসায় আটক ভেনচুরা কাউন্টির এক শিক্ষার্থী

স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে আসার পর ধরা পরেছে ভেনচুরা কাউন্টির প্যাসিফিক হাই স্কুলের এক শিক্ষার্থী।

পুলিশ জানায়, আটক ওই শিক্ষার্থীর বয়স ১৬ বছর। সোমবার (১১ অক্টোবর) তাকে অস্ত্রসহ স্কুল ক্যাম্পাস থেকে আটক করা হয়েছে।

ভেনচুরা পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাছে অস্ত্র থাকার বিষয়টি পোস্ট করে। এরপর সকাল ৮টা ৫৫ মিনিটে একজন সচেতন নাগরিক স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবিহিত করেন।

কর্তৃপক্ষ পরে স্কুলের নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানায় ও শিক্ষার্থী স্কুল ক্যাম্পাসে আসার পর অস্ত্রসহ আটক করে।

পুলিশ আটক শিক্ষার্থীর কাছে বন্দুক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে স্কুল ক্যাম্পাসে অস্ত্র আনার জন্য গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে ভেনচুরা কাউন্টি জুভিলাইন হলে রাখা হয়েছে।

দ্য ভেনচুরা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট ফেসবুক পোস্টে জানায়, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে স্কুলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে।

এছাড়া স্কুল কর্তৃপক্ষ যেই সচেতন নাগরিক বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন, তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফেসবুক পোস্টে লেখা হয়, 'যদি আপনি কিছু জেনে থাকেন তবে অবশ্যই বলুন। এটার জন্য ধন্যবাদ প্রাপ্য'।

এছাড়াও ভেনচুরা পুলিশ এবং প্যাসিফিক হাই স্কুল অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানিয়েছে স্কুল ডিস্ট্রিক্ট।

স্কুল ডিস্ট্রিক্ট আরো জানায়, শিক্ষার্থীদের কাউন্সিলিং প্রয়োজন হলে তা অবশ্যই নিশ্চিত করা হবে৷


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ