ক্যালিফোর্নিয়ায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, ক্যালিফোর্নিয়া’ এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার স্থানীয় লুইস এভিনিউয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ জামসেদ হোসেন। পরিচালনা করেন মোহাম্মদ কামাল।
সভায় আরও উপস্হিত ছিলেন মাইনুল হাসান ভুঁইয়া, কাজী সোহরাব, মোহাম্মদ এস হোসেন, নাসিরা খান, শামসুন খান মনি, রোখসানা হক, মুরাদ আহমদ, হাসিনা হক, সৈয়দ আব্দুস সালাম, বেলায়েত জামান, আহমেদ শহীদ, সালাম দারিয়া, কানিজ সালাম ।
সভায় সর্ব সম্মতিতে সংগঠনের নতুন কার্যকরী পরিষদ অনুমোদিত হয় । এবং এসোসিয়েশনের উদ্যোগে পারিবারিক পিকনিক করার সিদ্ধান্ত হয় । বিশ্ববিদ্যালয়ের যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয় ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।