বুধবার (১৩ অক্টোবর) উইলমিংটন ট্রেন ইয়ার্ডে আগুন লাগানোর অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
নর্থ আলামেডা স্ট্রিটের ১৪০০ নং ব্লকে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুনটি লাগে। উক্ত স্থান থেকে উচ্চ আওয়াজ শুনা যাচ্ছিলো। দমকল কর্মীরা তা শুনে একটি বিশেষ দল স্থানটিতে পাঠায়। পরে জানা যায়, আও্যাজগুলো মূলত টায়ার ফাটার আওয়াজ ছিলো।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট কাউন্টি ফায়ারের সহায়তায় ৮৮ জন দমকল কর্মী মোতায়েন করে। দমকল কর্মীরা আগুনের সাথে লড়াই করার জন্য মই পাইপ এবং বড় হাতের লাইন ব্যবহার করে।
দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিকেল ৪টা ১১ মিনিটের মধ্যে আগুন পুরোপুরিভাবে নিভিয়ে ফেলা হয়।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানায় যে আগুন লাগানোর সন্দেহে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এখন আটককৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।