অ্যাসালের প্রেস বিজ্ঞপ্তি
নিউইয়র্কের আসন্ন মেয়র নির্বাচনের অন্যতম প্রার্থী স্কট স্ট্রিংগারকে সমর্থন জানিয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার তথা অ্যাসাল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির সদস্য ও স্বেচ্ছাসেবকদেরকে স্ট্রিংগারের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, স্কট স্ট্রিংগারকে আকুণ্ঠ সমর্থন জানাচ্ছে অ্যাসাল। প্রচারণাসহ নির্বাচনী সকল কার্যক্রমে তার পাশে থাকবে তারা। কমিউনিটির উন্নয়নে স্ট্রিংগারকে ভোট দিতে সিটিবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।