নিউ ইয়র্কে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্র/ছাত্রীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস সোসাইটি অব আমেরিকার উদ্যোগে প্রথমবারের মত উদযাপিত হল ফল উৎসব।
শনিবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা অডিটরিয়ামে আযোজন করা হয় এ উৎসবের।
সন্ধ্যা নামার সাথে সাথেই পরিবার পরিবার পরিজন নিয়ে ফল উৎসবে মেতে উঠেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
দেশি বিদেশি চল্লিশ ধরণের ফল ছিল এই আয়োজনে। জাতীয় ফল কাঁঠাল, আম, লিচু, আমড়া, পেয়ারা, তেতুল, তরমুজ, আনারস, পারসিমনসহ নানা ধরণের ফলফলাদি দিয়ে ভড়া ছিল এই আয়োজন।
ফল খাওয়ার মাঝে মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের কবিতা আবৃত্তি প্রাণবন্ত করে তুলে পুরো আয়োজনকে।
এসময় ফটোসেশন, বিশ্ববিদ্যালয় হল জীবনের স্মৃতি একে অপরের সাথে তুলে ধরেণ অনেকে। প্রবাসের ব্যস্ত জীবনের ফাঁকে এধরণের উদ্যোগের ভূয়ুসি প্রশংসা করেণ অনেক সাবেক শিক্ষার্থী।
ফল উৎসবের আহ্বায়ক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ও ষ্টেইট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের শিক্ষক ইমরান আনসারী এসময় অনুষ্ঠানে যোগ দেয়া সাবেক শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, দূর প্রবাসে পেশাগত উন্নয়ন, বাংলাদেশি সংস্কৃতির মেলবন্ধন সুদৃঢ় করতে এধরণের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।