Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অভিবাসীদের স্থায়ী বসবাসের মেয়াদ ৪৮ মাস বৃদ্ধি

Desk News

প্রকাশিত: ১৩:১৮, ৪ মার্চ ২০২৩

অভিবাসীদের স্থায়ী বসবাসের মেয়াদ ৪৮ মাস বৃদ্ধি

বিয়ের মাধ্যমে গ্রিনকার্ড পেয়েছেন- এমন অভিবাসীদের জন্য মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ চলতি বছরের জানুয়ারি মাসে একটি পরিবর্তন ঘোষণা করেছে। যারা ফর্ম আই-৭৫১ সঠিকভাবে ফাইল করেছেন তাদের জন্য এটি টঝঈওঝ কর্তৃক গ্রীন কার্ডের বৈধতার একটি সম্প্রসারণ। আই-৭৫১ ফর্ম হলো মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে ৪৮ মাসের জন্য রেসিডেন্সির শর্তগুলো সরানোর আবেদন। বিয়ের উপর ভিত্তি করে স্ট্যাটাসে ব্যবহৃত অবিকল ফর্ম আই-৭৫১ এর জন্য এ বছরের ২৫ জানুয়ারি থেকে এই ব্যবস্থা শুরু হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফর্মের (আই-৭৫১ এবং আই-৮২৯) বর্তমান প্রক্রিয়াকরণের সময় সমন্বয় করার জন্য USCIS এই পরিবর্তন করছে।
কোন ফর্মের জন্য এক্সটেনশন প্রযোজ্য?


এক্সটেনশনটি প্রযোজ্য ফর্ম আই-৭৫১ অর্থাৎ পিটিশন টু রিমুভ কন্ডিশন অন রেসিডেন্সিতে। USCIS আই-৮২৯ ফর্মের জন্যও সময় বৃদ্ধির ঘোষণা করেছে। এটি হলো স্থায়ী বাসিন্দার অবস্থার শর্তগুলো সরানোর জন্য বিনিয়োগকারীর পিটিশন।

সংবাদটি শেয়ার করুনঃ