বর্ণিল হয়ে উঠেছে নিউইয়র্কের আকাশ
উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবস। গতকাল ৪ জুলাই দিবসটি উপলক্ষে অন্যান্য অঙ্গরাজ্যের মতো সেজেছে নিউইয়র্কও। করোনার বিধিনিষেধ কাটিয়ে ওঠায় উৎসবের আমেজে যোগ হয়েছে নতুন মাত্রা। পোড়ানো হয়েছে আতশবাজি, আর তাতে বর্ণিল হয়ে উঠেছে নিউইয়র্কের আকাশ। দীর্ঘদিন পর আনন্দে মেতেছে নিউইয়র্কবাসী।
মহামারির করোনার কারণে গত বছর বাতিল হয়েছিল ঐতিহ্যবাহী এই উৎসব। এবার তাই দ্বিগুণ উৎসাহ নিয়ে সবাই রাস্তায় নেমে এসেছে। মোহনীয় রূপ নিয়েছে ব্রুকলিন ব্রিজের আশপাশের এলাকা। ইস্টার্ন রিভারে নৌযান থেকে আতশবাজি পোড়ানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার মরুভ‚মিতেও পোড়ানো হয়েছে আতশবাজি।
কমিউনিটিতেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উদযাপন করা হয়েছে স্বাধীনতা দিবস। তেমনই একটি সংগঠন ইউনাইটেড বাংলাদেশি কমিউনিটি অব ব্রঙ্কস। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই স্টার্লি ট্রায়াঙ্গেলের পাশে তাদের আয়োজনে উদযাপিত হয়েছে দিবসটি।