শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন সোশ্যাল সিকিউরিটির কমিশনারকে বরখাস্ত করেছেন। এই কর্মকর্তা পদত্যাগ করতে অস্বীকার করার পর প্রেসিডেন্ট বাইডেন পদক্ষেপটি নেন। একইসঙ্গে বাইডেন ডেপুটি কমিশনারের পদত্যাগ পত্র গ্রহণ করেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বাইডেন কমিশনার অ্যান্ড্রু সৌলকে পদত্যাগ করতে বলেছিলেন কিন্তু তিনি ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টের অনুরোধ প্রত্যাখ্যান করেন যার ফলশ্রুতিতে তাকে বরখাস্ত করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ঐ কর্মকর্তা আরও বলেন যে ডেপুটি কমিশনার ডেভিড ব্ল্যাক পদত্যাগ করতে রাজি হয়েছিলেন।
উভয় কর্মকর্তা রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অধীনে ঐ দায়িত্ব পেয়েছিলেন।
বাইডেন কিলোলো কিজাকাজিকে ভারপ্রাপ্ত কমিশনার হিসাবে দায়িত্ব দিয়েছেন।প্রশাসন স্থায়ী কমিশনার ও ডেপুটি কমিশনারের পদের জন্য উপযুক্ত কাউকে খুঁজে না পাওয়া পর্যন্ত কিজাকাজি এই দায়িত্ব পালন করবেন।
কিজাকাজী বর্তমানে সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের অবসর ও প্রতিবন্ধী নীতি সম্পর্কিত ডেপুটি কমিশনার।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।