এলসার প্রভাবে নিউইয়র্কে বন্যা
ক্রান্তীয় ঝড় এলসা তাণ্ডব চালিয়েছে নিউইয়র্কে। টানা বৃষ্টিতে তৈরি হয়েছে বন্যা। জলাবদ্ধ সাবওয়ে স্টেশন এবং বেশকিছু রেললাইনও। এতে বিপর্যস্ত জনজীবন।
মার্কিন আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ভোরে এলসা বয়ে যায় নিউইয়র্কের ওপর দিয়ে। এর প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। দেখা দিয়েছে বন্যা। তলিয়ে যায় কানেকটিকাট, লং আইল্যান্ড, নিউজার্সির অনেক সড়ক। জলাবদ্ধ হয়ে পড়ে ১৫৭ হারলেম স্ট্রীট এবং কুইন্সের ৪২ বায়ার্ন স্ট্রিটের সাবওয়ে। বন্যার পানিতে সাবওয়ে ডুবে থাকার সেই চিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিষ্কাশনে দেরি হওয়ায় কয়েকটি ট্রেনের গতিপথ পাল্টানো হয়। পরিবর্তন করা হয় সময়সূচিও।
সড়ক ডুবে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নিউইয়র্কবাসী। এজন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছেন তারা। অবশ্য সিটি কর্তৃপক্ষ জানিয়েছে পানি নিষ্কাশনে জোর চেষ্টা চলছে।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610, +1 (718) 355-9232 এই নাম্বারে।