Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ২৬ জুলাই ২০২১

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু

ক্যালিফোর্নিয়ার লং বিচে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে৷

কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (২৫ জুলাই) ভোরের দিকে নাইন্টি-ওয়ান ফ্রিওয়েতে উল্টো লেনে গাড়ি চালানোর সময় এই গাড়ি দুর্ঘটনা ঘটে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সূত্র জানিয়েছে, ভোর ৫টা ২০ মিনিটে আটলান্টিক অ্যাভিনিউএর কাছে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে কয়েক ঘণ্টার জন্য ইস্টবাউণ্ড লেন বন্ধ হয়ে যায়।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানায়, দুর্ঘটনার দশ মিনিট আগে থেকেই তারা হাইওয়েতে উচ্চগতি বিষয়ে অবহিত হোন।

পুলিশ জানায়, হাইওয়ের উল্টো দিকের সড়কে ২১ বছর বয়েসী পামডেলের এক তরুণী হোন্ডা সাডেন চালিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে কারপুল লেনে ৩০ বছর বয়েসী আরেক নারীর গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়।

কর্তৃপক্ষ গাড়ির ধংসস্তুপ থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে। এই দুর্ঘটনার কারণে ফ্রিওয়েটি প্রায় ৬ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।

ক্যালট্রান্স জানায়, পরবর্তীতে সকাল ১১টার দিকে ফ্রিওয়েটি পুনরায় গাড়ি চলাচলের জন্য চালু করে দেওয়া হয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ