লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। সাম্প্রতিক সংক্রমণে মৃত্যু হচ্ছে শিশুদেরও।
বুধবার (৪ আগস্ট) লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ বছরের কম বয়েসী এক শিশুও রয়েছে।
ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এই তথ্য নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ করোনায় মৃতদের মধ্যে ১২ বছরের কম বয়েসী একটি শিশু রয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷
করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে ছয়টি শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইটি শিশুর বয়স ১২ বছরের কম, আর বাকি চার শিশুর বয়স ১২ থেকে ১৭ এর মধ্যে।
লস এঞ্জেলেস কাউন্টির ডিরেক্টর ড. বারবারা ফেরের বলেন, 'করোনায় যাদের মৃত্যু হচ্ছে, তাদের সবার জন্য আমরা মর্মাহত। শিশুটির পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা'।
এখন পর্যন্ত করোনায় লস এঞ্জেলেস কাউন্টির ২৪ হাজার ৭২০ জন বাসিন্দার মৃত্যু হয়েছে।
ফেব্রুয়ারির পর বুধবার আবারো একদিনে সর্বোচ্চ সংখ্যক ৩ হাজার ৭৩৪ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কাউন্টিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ১১ হাজার ৬৫৬ জন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।