করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসায় নিউইয়র্ক স্টেটে ইনডোর মাস্ক পরিধানের ওপর কড়াকড়ি শিথিল করা হয়েছে। তবে কখন মাস্ক ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত হবে, সে সম্পর্কে প্রশাসন এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।
গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, কেউ মাস্ক না পরে ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তার ভ্যাকসিন নেওয়ার প্রমাণ উপস্থাপন করার প্রয়োজনীয়তার অবসান ঘটছে।
যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা জনবহুল অন্যান্য স্থাপনায় গেলে এখন থেকে সারাক্ষণ মাস্ক পরিধান করার আবশ্যকতা থাকবে না।
আজ ১০ ফেব্রুয়ারি থেকে মাস্ক ব্যবহারের ওপর কড়াকড়ির অবসান ঘটলেও প্রয়োজনে মাস্ক ব্যবহার নবায়নের আদেশ পুনরায় জারি করা হতে পারে, যা নির্ভর করবে পরিস্থিতির উপর।
ইতোমধ্যে বেশ কিছু ডেমোক্রেটিক স্টেটে ছাত্র, শিক্ষক ও কর্মচারিদের মাস্ক ব্যবহারকে ঐচ্ছিক ঘোষণা করা হয়েছে, যা চলতি ফেব্রয়ারি মাস শেষে কার্যকর হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।