করোনা ভাইরাস মহামারীকালে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোর শিক্ষার্থী সংখ্যা হ্রাস পেয়েছিল। মহামারি কাটিয়ে ওঠার আভাসের সঙ্গে সঙ্গে স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ১ মার্চ প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
অবশ্য রিপোর্টে একথাও উল্লেখ করা হয়েছে যে, সিটির স্কুলগুলোতে নিচের গ্রেডগুলোর ছাত্রসংখ্যা হ্রাসের প্রবণতা অব্যাহত রয়েছে।
সিটির ১ হাজার ৮০০ পাবলিক ও চার্টার স্কুলে ২০১৯ এর ফল সিজন থেকে ২০২১ এর শেষভাগ পর্যন্তপ্রায় ৫০ হাজার শিক্ষার্থী হ্রাস পেয়েছে। নতুন করে ছাত্র ভর্তি কমে যাওয়ার কারণেই সামগ্রিকভাবে ওই সময়ে এত বেশি সংখ্যক ছাত্র হ্রাস পায়।
রিপোর্টে বলা হয়েছে, তৃতীয় গ্রেড থেকে কে গ্রেডে অধিক সংখ্যক ছাত্র হ্রাস পেয়েছে এবং তাদের অধিকাংশই শ্বেতাঙ্গ এবং হ্রাসের হার ৪ শতাংশের বেশি। উচ্চ গ্রেডে কৃষ্ণাঙ্গ ও হিসপানিক ছাত্র বেড়েছে এবং তাদের অধিকাংশই নিম্ন আয়সম্পন্ন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।