নিউইয়র্কে যেসব ট্যাক্সি ড্রাইভারের লাইসেন্স ফৌজদারী অপরাধের কারণে জব্দ করা কিংবা বাতিল করা হয়েছিল, তারা ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন। সাধারণত কোনো কারণে ট্যাক্সি ড্রাইভার একবার গ্রেফতার হলে তার লাইসেন্স জব্দ করে ট্যাক্সি অ্যান্ড লিমাজিন কমিশন তথা টিএলসি।
ফলে সংশ্লিষ্ট গাড়িচালকের লাইসেন্স হাতছাড়া হয়ে যায়। এতে কাজ করতে না পারায় তিনি ক্ষতিগ্রস্ত হন। এবার এই ক্ষতির শিকার ড্রাইভাররা ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন। ২০০৩ সালের জুন মাস থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গ্রেপ্তারকৃত ড্রাইভাররা এই ক্ষতিপূরণ পাবেন।
ড্রাইভারদের বিরুদ্ধে মামলা হলেই যাতে লাইসেন্স হাতছাড়া না হয়, সেজন্য আদালতে একটি মামলা হয়েছিল। অ্যাটর্নি ড্যান হ্যাকম্যানের করা ওই মামলায় ড্রাইভারের পক্ষে রায় আসে। মামলায় জয়লাভের কারণেই ক্ষতিগ্রস্ত ড্রাইভাররা ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন।
তবে ক্ষতিপূরণ হিসেবে তারা কী পাবেন, এটা এখনো বলা যাচ্ছে না এবং কীভাবে সেটি দেওয়া হবে, তাও নির্ধারণ করা হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।