সম্প্রতি নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে ব্যাপক হারে বেড়েছে বন্দুক হামলা। এ অবস্থায় আলোচনায় এসেছে বন্দুক আইন সংস্কার প্রসঙ্গ। সে অনুযায়ী প্রথমবারের মতো বন্দুক আইন সংস্কারে বেশ কয়েকটি বিল উত্থাপন করা হয়েছে নিউইয়র্ক রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।
কিন্তু রিপাবলিকানরা এসব বিলের ঘোরতর বিরোধিতা করছেন। গভর্নর ক্যাথি হোকুল এবং রাজ্যের অন্যান্য ডেমোক্র্যাটরা মোট ১০টি বিল উত্থাপন করেছেন। যেগুলো বন্দুক আইনকে আরো কঠোর, মজবুত করবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
তাছাড়া এই নতুন বিল বন্দুক আইনের ফাঁকফোকরগুলো বন্ধ করে অপরাধ কমাতে সাহায্য করবে বলেও মতামত অ্যাসেম্বলিম্যান ও সিনেটরদের।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস সতর্ক করে বলেছেন, ‘সুপ্রিম কোর্ট যদি রাজ্যের গোপন বহন আইনকে বাতিল করে দেয়, তবে এটি শহরকে আরও বিপজ্জনক করে তুলবে। তাই আমরা চাই, প্রস্তাবিত বন্দুক আইনের বিলগুলো পাস হোক।
তবে বেশিরভাগ নিউইয়র্ক রিপাবলিকানরা নতুন প্রস্তাবগুলোর বিপক্ষে কথা বলছেন। তাদের বক্তব্য, বন্দুক আইনের সংস্কারের চেয়ে মানসিক স্বাস্থ্য এবং স্কুল রিসোর্স অফিসারের উপর নজরদারি বাড়ানো উচিত।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।