নিউইয়র্কের কুইন্সে দুটি পাতাল রেলে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১১ জুন তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডনি উবিরার বিরুদ্ধে হত্যাচেষ্টা, আক্রমণ এবং অবৈধ অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতারকৃত ডনি কুইন্সের বাসিন্দা। সে কুইন্সের পাতাল রেল ট্রেনে দুটি পৃথক হামলার জন্য ওয়ান্টেড ছিল। গত ১০ জুন সকাল নয়টায় লং আইল্যান্ড সিটির কুইন্সবোরো প্লাজা স্টেশনে একজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে।
এরপর দ্বিতীয় হামলায় গত ১১ জুন জ্যাকসন হাইটস রুজভেল্ট এভিনিউ স্টেশনের ৭ লাইন প্ল্যাটফর্মে সকাল সাড়ে ৭টা নাগাদ এক লোকের ঘাড়ে আঘাত করে।
পুলিশ জানিয়েছেন, সাবওয়েতে চুরি,ডাকাতি ও হামলা প্রতিরোধে তৎপর রয়েছে তারা। গ্রেফতারকৃত ব্যক্তি ৭টি ট্রেনে হামলা চালানোর চেষ্টা চালিয়েছিলো।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।