দুই বছর পরে পনুরায় নিউইয়র্ক সিটিতে ফিরে এলো পুরোদমে অলটারনেট সাইড পার্কিং। প্যানডেমিকের কারণে ২০২০ সালে মেয়র বিল ডি ব্লাজিও মার্চ মাসে অলটারনেট সাইড পার্কিং স্থগিত ঘোষণা করেন। এরপর পরিস্থিতি ভাল হওয়ায় ক্রমান্বয়ে আংশিক হিসাবে এই পার্কিং চালু করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাস্তা ক্লিনিংএর জন্য প্যানডেমিক-পূর্ব অলটারনেট সাইড পার্কিং পুরোদমে চালু হলো। সাইনে বর্ণিত নিয়মে যদি কেউ রাস্তায় পার্ক করা গাড়ি না মুভ করে, তাহলে ৬৫ ডলারের টিকিট দেয়া হবে। অলটারনেট সাইড পার্কিং রুল স্থগিত থাকায় নিউইয়র্ক সিটির রাস্তা ঠিকমত পরিষ্কার করা হয়নি। পুনরায় রাস্তা পরিষ্কার শুরু হলো। ডিপার্টমেন্ট অব সেনিটেশনের কমিশনার জেসিকা টিশ এপ্রিলে এথনিক মিডিয়ার সাথে মতবিনিময়ে একটি পরিচ্ছন্ন নিউইয়র্ক সিটির প্রতিশ্রতি দিয়েছিলেন। অলটারনেট সাইড পার্কিং নিয়ম স্থগিত থাকায় পার্কিং টিকিট থেকে আয়ও কমে গিয়েছিল। নিউইয়র্ক সিটি প্রতি বছর প্রায় ৫৮০ মিলিয়ন ডলার আয় করে পার্কিং ফাইন থেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।