Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নির্বাচনী রাজনীতি থেকে বিদায় নিলেন বিল ডি ব্লাজিও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৪, ২৬ জুলাই ২০২২

নির্বাচনী রাজনীতি থেকে বিদায় নিলেন বিল ডি ব্লাজিও

নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাজিও নির্বাচনী রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ব্রুকলিন পার্কস্লোপের বাসভবন থেকে টুইটারে এই ঘোষণা দেন তিনি। কিছুদিন আগে কংগ্রেস নির্বাচনে প্রার্থী হওয়ার যে অভিপ্রায় ব্যক্ত করেছিলেন ব্লাজিও।

২০১৯ সালে নিউইয়র্ক সিটিতেই মেয়র হিসেবে তার জনপ্রিয়তা যখন শূন্যের কোঠায় তখন ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচন করার। কিন্তু ডেমোক্র্যাটিক প্রাইমারির আগেই অবস্থা অনুকূল নয় দেখে রণে ভঙ্গ দেন। 

এরপর গভর্নর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু মাস না যেতেই সরে পড়েন প্রাইমারির দৌড় থেকে। সর্বশেষ গত জুনের প্রথম ভাগে ইউএস কংগ্রেসের নিউইয়র্ক-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। 

কিন্তু জরিপে দেখা যায় তার অবস্থান তলানীতে। বাস্তবতা অনুধাবন করেই হয়তো এবার নির্বাচনী রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়ে দিলেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ