নিউইয়র্ক সিটিতে দ্রুত ছড়াচ্ছে মাঙ্কিপক্স। গত ২৬ জুলাই পর্যন্ত এক হাজার জনেরও বেশি লোক কেবল নিউইয়র্ক সিটিতেই এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সিটির স্বাস্থ্য বিভাগ।
যুক্তরাষ্ট্রের মধ্যে এখন নিউইয়র্ক রাজ্যেই সবচেয়ে বেশি মাঙ্কিপক্স আক্রান্ত লোক। পুরো রাজ্যে সাড়ে তিন হাজার আক্রান্তের মধ্যে শুধু সিটি এলাকায়ই আক্রান্তের ৩০ শতাংশ বলে জানানো হয়েছে। এরইমধ্যে নিউইয়র্কে ১৭ হাজার মাঙ্কিপক্স ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এই ভ্যাকসিন গ্রহণের জন্য নিউইয়র্কে এখন চাহিদা চরমে। লোকজন ভ্যকসিন গ্রহণের জন্য তালিকাভুক্তির জন্য সুযোগ পাচ্ছে না।
সিটির স্বাস্থ্য কমিশনার ডা. আশ্বিন ভেসান জানান, সিটি স্বাস্থ্য বিভাগ থেকে ১৩ আগস্টের মধ্যে ২৬ হাজার ডোজ ভ্যাকসিন দেয়ার কর্মসূচি রয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে আরও বেশি ভ্যাকসিনের প্রয়োজন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।