Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আগস্টে নিউইয়র্কে ছাড়িয়ে গেছে ১৫৩ বছরের উষ্ণতার রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ১ সেপ্টেম্বর ২০২২

আগস্টে নিউইয়র্কে ছাড়িয়ে গেছে ১৫৩ বছরের উষ্ণতার রেকর্ড

চলতি বছরের গ্রীষ্মে নিউইয়র্ক নগরীতে ৫ দিন প্রচণ্ড গরম অনুভূত হয়, যা গত ১৫৩ বছরের রেকর্ড ভেঙেছে। এই পাঁচদিন নিউইয়র্কের তাপমাত্রা ছিল ৯০ ডিগ্রি ফারেনহাইটেরও বেশি। ২০১০ সাল থেকে প্রতি বছরের আগষ্ট মাসে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 

সাধারণত আগস্টে নিউইয়র্কবাসী প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ওঠে। গ্রীষ্মের এই সময়ে তাপমাত্রা চরমে ওঠার কারণ হিসেবে অনেকে দায়ী করেন রাজ্যের পার্শ্ববর্তী দ্বীপ দেশ বারমুডায় উচ্চ চাপ সৃষ্টিকে। 

সাগরে সৃষ্ট সেই উষ্ণ উচ্চচাপ চক্রাকারে ঘুরে নিউইয়র্কে বয়ে নিয়ে আসে উচ্চ তাপমাত্রার বাতাস। আগস্ট মাসে অসহনীয় তাপমাত্রা অনুভব হওয়ার অন্য আরেকটি কারণ হলো পুরো নিউইয়র্ক রাজ্যে কম বৃষ্টিপাত।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ