নিউইয়র্কে পারিবারিক সহিংসতা ও নির্যাতনের হার ক্রমেই বাড়ছে। এসব নির্যাতন প্রতিরোধে গভর্নর ক্যাথি হোকুল সম্প্রতি পাঁচটি বিলে সই করেছেন। বিলে সইয়ের পর তিনি বলেছেন, পারিবারিক সহিংসতা বন্ধ হওয়া প্রয়োজন।
পাশাপাশি যারা পারিবারিক নির্যাতনের শিকার হবেন, তারা যাতে সুরক্ষিত থাকতে পারেন, সেই ব্যবস্থাও নেওয়া হবে। যারা এসব ঘটনা ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন গভর্নর।
বিলগুলোতে নির্যাতিত ব্যক্তির সামাজিক অধিকার রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার বিধানও রাখা হয়েছে।
অনেক সময় দেখা যায়, নির্যাতনের শিকার অনেক মানুষ পরিবার ছেড়ে চলে যায়, ভয়ে আইনের আশ্রয় নিতেও পারে না। তাদের সুরক্ষা দেবে এসব বিল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।