Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জ্যাকসন হাইটসে তিনজনকে গুলি করে জখম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ১৩ ডিসেম্বর ২০২২

জ্যাকসন হাইটসে তিনজনকে গুলি করে জখম

কুইন্সের জ্যাকসন হাইটসে একটি দোকানের বাইরে তিনজনকে গুলি করার ঘটনা ঘটেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে জ্যাকসন হাইটসের ৩৫-৬২ ৯৪ স্ট্রিটে এই ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, গুলিতে দুজন পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এছাড়া অপরজনের বুকে জখম হয়েছে। তাদের সবাইকে হারলেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

তাদের বর্মমান অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ