দরজায় কড়া নাড়ছে খ্রিষ্টানধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই উৎসব মানেই ক্রিসমাস ট্রি সাজানো, কেক খাওয়া, কুকিজ, উপহারের মেলা এবং সান্তা ক্লজের টুপি পরে বাঁধাহীন আনন্দ আয়োজনে মেতে ওঠা।
গত কয়েক বছর করোনার কারণে বড়দিনের উৎসব ম্লান হলেও এবার চলছে তুমুল প্রস্তুতি। উৎসবের সাজে সেজে উঠেছে পুরো নিউইয়র্ক। নগর থেকে প্রান্তিক জনপদে বইছে উৎসবের আমেজ।
হরেক রকমের আলোকসজ্জ্বা আর মলে মলে চলছে শপিংয়ের হিড়িক। প্রথা অনুযায়ী ক্রিসমাস ট্রি সাজানো আছে ঘরে ঘরে। সাজানো ক্রিসমাস ট্রির নিচে রাখা হচ্ছে উৎসবের মৌসুমে পাওয়া সব উপহার।
শুধু খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্যই নয়, ক্রিসমাস এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অন্যান্য ধর্মাবলম্বীরাও এখন দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে থাকে। নিউইয়র্ক সিটিতে বসবাসরত বাংলাদেশিরাও বড়দিনের উৎসবে অংশ নেয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।