Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সাবওয়েতে কমছে অপরাধ, নিরাপত্তা জোরদারে ১২শ পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৮, ১৮ মার্চ ২০২৩

সাবওয়েতে কমছে অপরাধ, নিরাপত্তা জোরদারে ১২শ পুলিশ

নিউইয়র্ক সিটির সাবওয়ে নিয়ে সুখবর দিলেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। চলতি বছর এখনও পর্যন্ত সাবওয়ে রেলে ১৯ দশমিক ৪ শতাংশ অপরাধ কমেছে গত বছরের তুলনায়। এ ছাড়া গতমাসে ট্রানজিট অপরাধ কমেছে ৯ শতাংশ।

নিরাপত্তা জোরদারে আরও সাবওয়েতে ১২শ পুলিশ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ১৬ মার্চ বার্কলেস সেন্টার ট্রেন স্টেশনে জড়ো হয়ে এসব কথা জানান সিটি মেয়র এরিক অ্যাডামস, এনওয়াইপিডি কমিশনার কিচ্যান্ট সিওয়েল এবং এমটিএ চেয়ার জ্যানো লিবার।

মেয়র অ্যাডামস বলেন, আমরা জননিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এটি বজায় রাখার জন্য যা যা প্রয়োজন, সব করবো। তবে উদ্বেগের বিষয় হচ্ছে প্রতি বছর এনওয়াইপিডি অফিসারের সংখ্যা কমছে।

এনওয়াইপিডি কমিশনার সেওয়েল বলেন, আমরা চাই স্টেশনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পোষাক পরিহিত মানুষ থাকুক, যাতে সাধারণ মানুষ নিরাপদ বোধ করে। যদিও এর জন্য আমাদের অতিরিক্ত ব্যয় করতে হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ