নিউইয়র্কে পাঁচটি বাসরুট চালু করা হবে যাতে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন যে কোনো যাত্রী। পাইলট প্রোগ্রাম হিসেবে এই রুটগুলো চলবে। নগরের প্রতিটি বোরোতে একটি করে বাস বিনামূল্যে যাত্রী বহন করবে। গভর্নর ক্যাথি হোকুল ১৭ জুলাই এই ঘোষণা দিয়েছেন।
আগামী সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রাথমিকভাবে ৬ থেকে ১২ মাস এই পাইলট কর্মসূচি চলবে যার আওতায় ৪ লাখ ৯৩ হাজার যাত্রীকে প্রতিদিন সেবা দেওয়া সম্ভব হবে। মেট্রো ট্রানজিট অথরিটি- এমটিএ এই সিদ্ধান্ত কার্যকর করবে।
এমটিএ-কে নিউইয়র্ক সিটির লাইফব্লাড হিসাবে উল্লেখ করে গভর্নর বলেন, আমি অত্যন্ত গর্বিত যে, যাত্রীদেরকে ফের প্যানডেমিকের আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এই বিনামূল্যের পাইলট রুটগুলো চালু করে আমরা গোটা সিটিজুড়ে পাবলিক ট্রান্সপোর্টে জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করছি।
এই বাসগুলো যখন চলবে তখন তাতে ফেয়ার ফ্রি কথাটি লেখা থাকবে। এছাড়া থাকবে সবুজ ও কালো রঙের সাইনেজ, ডিজিটাল সাইনেজ আর ফেয়ারবক্স এবং ওএমএনওয়াই রিডারস কাভার দিয়ে ঢাকা থাকবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।