নিউইয়র্কের স্কুলবাস চালকদের সম্ভাব্য ধর্মঘটে অনিশ্চয়তায় পড়েছে প্রায় দেড় লাখ শিক্ষার্থী। আগামী ফলে নতুন বছরের স্কুল শুরু হওয়ার প্রাক্কালে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিচ্ছেন বাস চালকেরা। আর তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।
সঙ্গে উদ্বেগে রয়েছেন নিউইয়র্ক স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাংকস। সম্প্রতি অভিভাকদের ডেকে এক সভায় তিনি এই উদ্বেগর কথা জানিয়েছেন। বলেছেন, আমরা একটি সম্ভাবনা দেখছি, বাসচালকেরা সমঝোতায় আসছেন না, ফলে তারা ধর্মঘটে যেতে পারেন।
এ অবস্থায় শিক্ষার্থীরা কিভাবে স্কুলে পৌঁছাতে পারে তার কিছু বিকল্প নিয়েও অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন ডেভিড ব্যাংকস।
তিনি বলেন, আমরা এখনই চূড়ান্ত কথা বলছি না, তবে সম্ভাবনা রয়েছে আমাদের স্কুল বর্ষের শুরুতেই বাস ধর্মঘটের মুখে পড়তে হবে। ট্রানজিট ইউনিয়নের সঙ্গে চুক্তি নিয়ে সমঝোতা না হলে এই ধর্মঘট অবশ্যম্ভাবী, প্যারেন্ট কাউন্সিলের প্রতিনিধিদের বলেন স্কুল চ্যান্সেলর।
ধর্মঘট হলে সম্ভাব্য বিকল্পগুলো নিয়েও কথা বলেন ডেভিড ব্যাংকস। তিনি বলেন, বিভিন্ন পর্যায়েই সমঝোতার চেষ্টা চলেছে। ডিপার্টমেন্ট অব এডুকেশনের সঙ্গে বাস কোম্পানিগুলোর সমঝোতারও চেষ্টা চলছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।